
স্টাফ রিপোর্টার: চট্রগ্রামে মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে হামলার ঘটনায় এমপি মোস্তাফিজুর রহমানকে দায়ী করে তার শাস্তির দাবীতে মানববন্ধন করেছে সুনামগঞ্জের দিরাইয়ের মুক্তিযোদ্ধারা। এছাড়াও মানববন্ধন থেকে দিরাইয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের দাবী জানানো হয়। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের থানা পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান’র সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক সুবীর দাসের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপদেষ্টা কানাই লাল রায়, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জয়কুমার বৈষ্ণব, সিরাজুল ইসলাম, আব সালেহ মির্জা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপদেষ্টা মুরাদ মিয়া, মোবাশ্বির মিয়া, সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক রাহাত মিয়া রাহাত, সাংগঠনিক সম্পাদক তাপস তালুকদার, পৌর সন্তান কমান্ডের সভাপতি সহীদ সরদার, সাধারণ সম্পাদক সুদ্বীপ মনসুর প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে দিরাইয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ ও মুক্তিযোদ্ধাদের লাঞ্চিত করায় এমপি মোস্তাফিজুর রহমানের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।