সারাদেশ

সুনামগঞ্জে সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনার চেক প্রদান

কলম শক্তি ডেস্ক ঃ প্রকল্প পাস মানেই যা পেয়েছেন তা ই‌চ্ছে মতো ব্যয় করবেন সেটা হবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেছেন, তাঁর (প্রধানমন্ত্রী) কথা হলো অহেতুক অপচয়, বাড়াবাড়ি, ফুটানি ও ফ্যাশন বন্ধ করতে হবে। প্রতিটি টাকা সঠিকভাবে সঠিক জায়গায় ব্যয় করতে হবে। তবে উন্নয়নে যাতে গতি না কমে সেদিকেও খেয়াল রাখতে হবে। বৃহস্পতিবার (০৩সেপ্টেম্বর) বিকেলে করোনা পরিস্থি‌তি সুনামগঞ্জের সাংবাদিকদের দেওয়া ক‌রোনাকা‌লে প্রধানমন্ত্রীর বিশেষ প্র‌ণোদনার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জ প্রেসক্লাব সার্কিট হাউস মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে।এতে জেলার ২৯জন সাংবাদিককে দুই লাখ ৯০ হাজার টাকার চেক দেওয়া হয়। ক্লা‌বের সভাপ‌তি পঙ্কজ কা‌ন্তি দে’র সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক এ‌কেএম ম‌হি‌মের প‌রিচালানা অনুষ্ঠা‌নে বক্তব্য রা‌খেন, সংসদ সদস্য জয়া সেন গুপ্তা, মোয়া‌জ্জেম হো‌সেন রতন, সংর‌ক্ষিত আ‌সনের ম‌হিলা সংসদ সদস্য শামীমা শাহ‌রিয়ার, জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, জেলা প‌রিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ব্যা‌রিস্টার এম এনামুল ক‌বির ইমন, পৌর মেয়র না‌দের বখত। ঢাকা থে‌কে বিএফইউ‌জের সভাপ‌তি মোল্লা জালাল ফো‌নে বক্তব্য রা‌খেন। প‌রে প‌রিকল্পনা মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার বি‌শেষ প্র‌ণোদনার চেক সাংবা‌দিক‌দের হা‌তে তো‌লে দেন। সুনামগ‌ঞ্জে প্রধানমন্ত্রীর ক‌রোনাকালীন আ‌র্থিক সহায়তা পে‌লেন যারা, ল‌তিফুর রহমার রাজু(সংবাদ) এমরানুল হক চৌধুরী(জনকণ্ঠ) শামস শামীম(কা‌লেরকন্ঠ), শাহজাহান চৌধুরী(মানবকন্ঠ) মাসুক মিয়া (সি‌লেট বাণী), বিন্দু তালুকদার (আমা‌দের সময়), আকরাম উ‌দ্দিন(সুনামগ‌ঞ্জের খবর), দেওয়ান গিয়াস চৌধুরী (এন‌টি‌ভি), জা‌কির হো‌সেন (ইন‌ডি‌পেন‌ডেন্ট টি‌ভি), আব্দুর রায়হান জু‌য়েল (চ্যা‌নেল ২৪), হা‌বিব সা‌রোয়ার আজাদ (যুগান্তর), কামরুল হাসান চৌধুরী(ইন‌কিলাব), আ‌মিনুল ইসলাম(‌ডি‌বি‌সি), আ‌শিকুর রহমান পীর (বাংলা নিউজ), দিলাল আহমদ (আজ‌কের বাংলা‌দেশ), মোসাইদ রাহাত(জা‌গো নিউজ), আল আ‌মিন (ব‌ণিক বার্তা), আ‌নিসুজ্জামান ইমন(সুনামগঞ্জ প্র‌তি‌দি‌নি) অ্যড‌ভো‌কেট আ‌নোয়ার হোসেন (সম‌য়ের আ‌লো), রাজন মাহবুব(এ‌শিয়ান টি‌ভি), দেওয়ান তসদ্দুক রাজা চৌধুরী(‌জে‌টি‌ভি), জাহাঙ্গীর আলম, আব্দুস শহীদ, ইমরান খান(আনন্দ টি‌ভি) আলাউর রহমান(হাওরাঞ্চ‌লের কথা) আফজাল গাজী( আমার বার্তা) মিজানুর রহমান, মানব তালুকদার।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap