সারাদেশ
সুনামগঞ্জ প্রেসক্লাবে ৫ লাখ টাকা অনুদান দিলেন নুরুল হুদা মুকুট

কলম শক্তি ডেস্ক ঃ সুনামগঞ্জ প্রেসক্লাবের ভবন নির্মাণের জন্য ৫ লাখ টাকার আর্থিক সহায়তার ঘোষণা করলেন জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। সুনামগঞ্জের গণমাধ্যম কর্মীদের করোনাকালীন আর্থিক সহায়তা দেওয়ার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, মাননীয় পরিকল্পনামন্ত্রীর মাধ্যমে সুনামগঞ্জের অবহেলিত মানুষের দীর্ঘদিনের উন্নয়নের দাবি পূরণ হচ্ছে। মানুষ আওয়ামী লীগের পাশে আছে, বঙ্গবন্ধু’র কন্যার পাশেই আছে।