সারাদেশ

দিরাইয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকার স্বজনদের হামলা ভাংচুর লুটপাট

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের দিরাইয়ে প্রেমিকার স্বজনরা নিরীহ প্রেমিক ও তার আত্মীয় স্বজনের বাড়িঘরে হামলা চালিয়ে ৫ টি বাড়িতে ভাংচুর, মহিলাদের মারধর ও ১০ টি গরু, ৩টি ভেড়া লুটপাট করে নিয়ে গেছে। রবিবার দুপুরে উপজেলার জগদল ইউনিয়নের রাজনাঁও গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের নিরীহ ছিদ্দেক আলীর পুত্র তৈয়ব আলীর সাথে একই গ্রামের প্রভাবশালী ধনাঢ্য জরিফ উল্লার মেয়ে জাহিমা বেগমের প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিক সম্মতি না পেয়ে বিগত ৮ দিন পুর্বে জাহিমা প্রেমিক তৈয়ব আলীর বাড়িতে এসে বিয়ের দাবীতে অনশন শুরু করে। ছেলের পরিবার রাজী হলেও বিপত্তি দেখা দেয় মেয়ের পরিবার থেকে। দুইদিন অবস্থানের পরে ইউনিয়ন চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম ও ইউপি সদস্য হেলাল মিয়ার মধ্যস্থতায় মেয়ের পিতা সামাজিকভাবে বিয়ের প্রতিশ্রুতি দিলে পিতৃগৃহে ফিরে জাহিমা। কিন্তু পিতা অবস্থান থেকে সরে যাওয়াতে ক্ষুব্ধ জাহিমা দুই দিন পর রাতের আধাঁরে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় এবং উভয়েই আদালতের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এদিকে মেয়ের পিতা ও স্বজনরা মেয়েকে ফিরে পেতে চাপ সৃষ্টি করে ছেলের পরিবার ও স্বজনদের উপর। একপর্যায়ে আজ (রবিবার) ৭/৮ টি ইঞ্জিনচালিত নৌকাযোগে প্রেমিকার ৫০/৬০ জন স্বজন হামলা চালায় প্রেমিক ও তার স্বজনদের বাড়িতে। তারা ৫ টি বসত ঘর, ঘরের আসবাবপত্র ভাংচুর করে। বাড়ির মহিলাদের মারধর করে এবং ৫ টি পরিবারের একমাত্র সম্বল ১০ টি গরু ও ৩ টি ভেড়া জোরপূর্বক ধরে নিয়ে যায়। জগদল ইউনিয়নের চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ জানান, মেয়েটি কয়েকদিন আগে ছেলের বাড়িতে চলে গিয়েছিল, আমরা তাকে বুঝিয়ে তার পিতার কাছে ফিরিয়ে দেই। আবারও সে পালিয়ে গেছে। ঘটনার বিষয়ে তিনি বলেন, আমি চিকিৎসার প্রয়োজনে সিলেট আছি। আমাকে কয়েকজন ফোনে জানিয়েছে, মেয়ের স্বজনরা ছেলের বাড়িঘরে ভাংচুর ও গরুবাছুর ধরে নিয়ে গেছে। ইউপি সদস্য হেলাল মিয়া জানান, আমি সংবাদ পেয়ে ছেলের বাড়িতে গিয়েছি। দেখেছি ৪/৫ টি ঘরে ভাংচুর হয়েছে। তারা আমাকে জানিয়েছেন, মেয়ের স্বজনরা কয়েকটি গবাদিপশু ধরে নিয়ে গেছে। দিরাই থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানান, ঘটনার বিষয় শুনেছি। অভিযোগ পেলে তদন্তক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap