সারাদেশ

মাধবপুরে পাজেরো জীপ-ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৪

কলম শক্তি ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাকের সাথে পাজেরো জীপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন চারজন।আহত আরেক নারীর অবস্থা আশঙ্কাজনক। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের নোয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।  মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন এ তথ্য জানিয়েছেন। ওসি জানান, ঢাকা থেকে সিলেটমুখী পাজেরো জীপের সাথে নোয়াপাড়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের।  এতে জীপে থাকা দুইজন ঘটনাস্থলেই প্রাণ হারান।আহত অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কাজল মিয়া (২৫) ও নওরিন ২০) নামে আরও দুই জনের মৃত্যু হয়।   আশঙ্কাজনক অবস্থায় কনিকা বেগমকে (২৩) মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ঘটনাস্থলে নিহত দু’জনই পুরুষ। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের বয়স আনুমানিক ৪০/৪২ বছর হবে।   শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, হতাহতদের সবার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap