দরপত্র বিজ্ঞপ্তি

প্রকল্পের নাম- শিক্ষাতরী প্রকল্প (ব্র্যাক শিক্ষা কর্মসূচী), দরপত্রের নাম- নৌকা বিক্রয় (ব্যবহার অনুপযোগী), দরপত্রের আইটেম- নৌকা: ২২ টি (শাখার সংখ্যা অনুযায়ী) দরপত্র সিডিউলের মূল্য ১০০.০০ (একশত) টাকা মাত্র (অফেরতযোগ্য), দরপত্র জামানত নৌকা প্রতি ২,০০০ (দুই হাজার) টাকা (ফেরতযোগ্য) দরপত্রের সিডিউল বিক্রির স্থান, তারিখ, সময় ও শাখা অফিসের ঠিকানা ০৭/০৯/২০২০ হতে ১৩/০৯/২০২০ সকল কর্ম দিবসে সকাল ১০:০০ থেকে বেলা ৩:৩০ টা পর্যন্ত । নৌকা পরিদর্শনের স্থান তারিখ ও সময় শাখা অফিসের ঠিকানায় নৌকার তালিকা ও অবস্থানের তথ্য পাওয়া যাবে। ০৭/০৯/২০২০ হতে ১৩/০৯/২০২০ সকল কর্ম দিবসে সকাল ১০:০০ থেকে বেলা ৩:৩০ টা পর্যন্ত পরিদর্শন করা যাবে। দরপত্র দাখিলের স্থান, তারিখ ও সময় শাখা অফিসের ঠিকানায় রক্ষিত দরপত্র বাক্স। ১৩/০৯/২০২০ ইং তারিখে সকাল ১০:০০ টা থেকে দুপুর ০২:৩০ টার মধ্যে। দরপত্র খোলার স্থান, তারিখ ও সময় শাখা অফিসের ঠিকানা ১৪/০৯/২০২০, বিকাল ৩:৩০ টা শাখা অফিসের ঠিকানা- ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচী, দিরাই, সুনামগঞ্জ। ফোন: ০১৭১৬-৩৬৩১২২
