ওসি মোস্তফা কামালের আবেদনের প্রেক্ষিতে সিলেট পুলিশ লাইনসে বদলি
কলম শক্তি ডেস্ক :: সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কালামের আবেদনের প্রেক্ষিতে তাকে সুনামগঞ্জের ছাতক থানা থেকে সিলেট পুলিশ লাইনে বদলি করা হয়েছে। সিলেট পুলিশ রেঞ্জের ডিআইজি ও সুনামগঞ্জের পুলিশ সুপার আবেদনের প্রেক্ষিতে তাকে সিলেটে বদলী করায় ডিআইজি ও পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওসি মোস্তফা কামাল। বুধবার তার এই বদলির আদেশ কার্যকর হয়েছে। তিনি ছাতক থানায় যোগদানের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটান। তিনি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রার্দূভাব থেকে ছাতকবাসীকে সচেতন করতে প্রত্যন্ত অঞ্চল চষে বেড়িয়ে নিজে করোনা আক্রান্ত হন এবং আইসোলেশনে থেকে সুস্থ হয়ে আবারো নিজ কর্মস্থল ছাতক থানায় ফিরে আসেন। ওসি মোস্তফা কামালের মা ও করোনায় আক্রান্ত হয়েছেন। স্থানীয় লোকজন জানান, ওসি মোস্তফা কালাম ছাতক থানায় যোগদানের পর থেকে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক অবস্থায় নিয়ে আসেন। প্রতিটি শ্রেণি-পেশার মানুষজনের সাথে তার একটি সম্প্রীতির বন্ধন সৃষ্টি করেছিলেন। তারা ওসি মোস্তফা কামালের বদলির আদেশ হওয়ায় দুঃখ প্রকাশ করে তার মঙ্গল কামনা করেন। এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ (বদলিকৃত) ওসি মোস্তফা কামাল বলেন, অনিদ্রা জনিত সমস্যায় ভূগছি পাশাপাশি আমার মা করোনায় আক্রান্ত হওয়ায়, আমি সিলেটে বদলির আবেদন করি।আবেদনের প্রেক্ষিতে আমাকে সিলেটে বদলির সুযোগ করে দিয়েছেন সিলেট রেঞ্জের ডিআইজি ও সুনামগঞ্জের পুলিশ সুপার মহোদয়গণ। এজন্য আমি স্যারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি ছাতকে কর্তব্য পালনে সেখানকার মানুষের সহযোগিতার বিষয়টি উল্লেখ করে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। উল্লেখ্য, ওসি মোস্তফা কামাল ছাতক থানায় যোগদানের পুর্বে সুনামগঞ্জের দিরাই থানায় অফিসার ইনচার্জ হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।