সারাদেশ

দিরাইয়ে শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক:: সুনামগঞ্জের দিরাইয়ে একুশে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১১ তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে বাউলের নিজ বাড়ি উজান ধল গ্রামে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সন্ধ্যায় বাউল সম্রাটের জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ’র সভাপতিত্বে ও করিম পুত্র শাহ নুরজালালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আল-আমিন, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জসীম উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে রাতভর করিম গীতি পরিবেশন করেন স্থানীয় বাউলরা।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap