সারাদেশ

কৃষি যন্ত্রপাতি মেরামতের ওয়ার্কশপ ও সংশ্লিষ্ট দোকান খোলা থাকবে – জেলা প্রশাসক

কলম শক্তি ডেস্ক ঃ কৃষি যন্ত্রপাতি মেরামতের জন্য জেলার সকল ওয়ার্কসপ ও সংশ্লিষ্ট সকল দোকান খোলা থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। শনিবার বিকালে নিজের ফেসবুক আইডিতে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। বুধবার সকালে কৃষি যন্ত্রপাতি মেরামতের জন্য সুনামগঞ্জের সকল ওয়ার্কসপ চালুর দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয় জেলা কৃষক লীগ। সুনামগঞ্জ জেলা কৃষকলীগের সদস্য সচিব বিন্দু তালুকদার স্বাক্ষরিত স্মারকলিপি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ’র ই-মেইলে পাঠানো হয়। স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেছেন, কৃষকদের সুবিধার্থে এ ব্যাপারে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছিল- করোনা ভাইরাসের প্রভাবে সকল শ্রেণি পেশার লোকজনের ন্যায় হাওরের কৃষক সমাজ চরমভাবে আতংকগ্রস্ত আছেন। কিছুদিন পর সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো ধান কাটা শুরু হবে। কিন্তু করোনা ভাইরাস প্রতিরোধে সকল হাট-বাজারের ওয়ার্কসপ বন্ধ থাকায় কৃষকরা তাদের কৃষি যন্ত্রপাতি (মাড়াইকল, ট্রলি, ট্রাক্টরসহ অন্যান্য যন্ত্রপাতি) মেরামত ও তৈরি করতে পারছেন না। এতে বোরো ফসল তোলায় চরম ব্যাঘাত ঘটবে বলে আশংকা করছেন কৃষকরা। এমতাবস্থায় কৃষকদের সুবিধার্থে প্রতিদিন অন্তত সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সুনামগঞ্জের সকল হাট-বাজারের ওয়ার্কসপগুলো চালু রাখা জরুরি প্রয়োজন।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap