সারাদেশ
দিরাইয়ে প্রমিলা ফুটবলারদের মধ্যে চারা গাছ বিতরণ

দিরাই প্রতিনিধি ঃ সুনামগঞ্জের দিরাইয়ের স্বপ্নচুড়া যুব সমাজ সংঘ’র প্রমিলা (কিশোরী) ফুটবলারদের মাঝে ‘ভাটিবাংলা যুব কল্যান পরিষদ’ কর্তৃক চারা গাছ বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় দিরাই স্টেডিয়ামে উপস্থিত প্রত্যেক প্রমিলা ফুটবলারকে একটি করে চারা গাছ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভাটিবাংলা যুব কল্যান পরিষদের সভাপতি জিয়াউর রহমান লিটন, সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাস, স্বপ্নচুড়া যুবসমাজ সংঘ’র সভাপতি রাকিব আহমেদ, যুগ্ম সম্পাদক শিপলু রায় সঞ্জয়, মিজান মিয়া, দপ্তর সম্পাদক ঝুটন সুত্রধর, অর্থ সম্পাদক দ্রুপতি নন্দী, দিরাই রক্তদাতা সেচ্ছাসেবী সংঘ’র দপ্তর সম্পাদক জিয়াউর রহমানসহ খেলোয়াড়বৃন্দ।