দিরাইয়ে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

দিরাই প্রতিনিধি ঃ সুনামগঞ্জের দিরাইয়ে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘শরীফপুর দিরাই পাবলিক গ্রুপের আয়োজনে দ্বিতীয় পর্বের এই কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা সোমবার দিরাই পৌর শহরের বিহা কম্পিউটার এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের হল রুমে অনুষ্ঠিত হয়ে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এহিয়া আহমেদ লিটনের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক ইউনুস খান ইমন’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, প্রভাষক মিজানুর রহমান পারভেজ, দৈনিক ইনকিলাব দিরাই উপজেলা সংবাদদাতা আব্দুল বাছির সর্দার, দিরাই থানা পাবলিক গ্রুপের সহ অর্থ সম্পাদক হাফিজ লোকমান আহমেদ, অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব রশিদ চৌঃ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক ফুয়াদ হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান, প্রচার সম্পাদক জুনাইদ হাসান, সহ ক্রিড়া সম্পাদক ইব্রাহীম প্রমুখ।