দিরাই সেন মার্কেট ঘিরে আবর্জনার স্তূপ

ইউনুস খান ইমন, দিরাই :: সুনামগঞ্জের দিরাই পৌর শহরের প্রাণকেন্দ্র থানা পয়েন্টে অবস্থিত ব্যস্ততম সেন মার্কেট ঘিরে আবর্জনার স্তূপ দেখা গেছে। সোমবার সরেজমিন ঘুরে দেখা যায়, মার্কেটের দুই নম্বর গেটে পলিথিনসহ বিভিন্ন ময়লা আবর্জনার স্তূপ, এমনকি মার্কেটের উত্তর দিকের সড়কের পাশে পুরোটা জুড়ে ময়লা আবর্জনায় ভরপুর। এ যেন রীতিমতো বর্জ্যের ভাগাড়। এসব বর্জ্য মশা ও বিভিন্ন রোগজীবাণুর উর্বরক্ষেত্র হলেও নির্বিকার মার্কেট কর্তৃপক্ষ। করোনাকালে এমন গুরুত্বপূর্ণ মার্কেটের এমন অব্যবস্থাপনায় হতাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা। উপজেলার মকসুদপুর গ্রামের রবিনুর চৌধুরী বলেন, মানুষ শান্তির জন্য শহর খুজে। কিন্তু শহরের বাতাস যখন বিষাক্ত হয়ে যায় তখন বেঁচে থাকাটাই কষ্টসাধ্য বিষয়। সেন মার্কেট ব্যবসায়ী সমিতির সহসভাপতি হাজী মুকুল চৌধুরী বলেন, মার্কেটের পাশে রাস্তার কাজ চলমান, যে কারণে মার্কেটের পাশে কিছু আবর্জনা জমে গেছে। আমরা শীঘ্রই আবর্জনা অপসারণ করে ফেলব।