সারাদেশ
দিরাই উপজেলা জমিয়ত সভাপতির ইন্তেকাল

দিরাই প্রতিনিধি :: দিরাই উপজেলা জমিয়ত সভাপতি ও দিরাই জামেয়া হাফিজিয়া হুসাইনিয়া মাদ্রাসার সাবেক মুহতামিম মাওলানা নাজিমুদ্দিন তালুকদার (৭০) ইন্তেকাল করেছেন। বুধবার সকাল ১০ টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিগত কিছুদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাযার নামাজের সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন নিকটাত্মীয়রা। মাওলানা নাজিমুদ্দিন তালুকদার দিরাই হাফিজিয়া হুসাইনিয়া মাদ্রাসার মুহতামিম হিসেবে দীর্ঘ ২২ বছর দায়িত্ব পালন করেছেন।