রফিনগর ইউনিয়নের সমস্যা সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের সমস্যা সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রফিনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়নের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ে গণশুনানি গ্রহণ করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। গণশুনানিকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: জসীম উদ্দিন, দিরাই উপজেলা নির্বাহী অফিসার মো: সফি উল্লাহ, জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো: আব্দুল মান্নান, মো: আরিফুল ইসলাম, সহকারী কমিশনার আসিফ আল জিনাত, জহিরুল আলম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজুয়ান হুসেন খান প্রমুখ। গণশুনানিতে রফিনগর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত হয়ে তাদের বিভিন্ন অভিযোগ, সম্ভাবনা ও উন্নয়ন ভাবনা জেলা প্রশাসকের নিকট উপস্থাপন করেন। জেলা প্রশাসক তাৎক্ষনিক বিভিন্ন বিষয়ে চাহিত সেবা ও পরামর্শ প্রদান করেন। এরপর জেলা প্রশাসক রফিনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি ইউনিয়ন পরিষদে ২০১৬-২০১৭ হতে ২০১৯-২০২০ অর্থ বছরে টিআর, কাবিখা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), এলজিএসপি-৩, ইউপি ১% নিজস্ব রাজস্ব অর্থ দ্বারা গৃহীত প্রকল্প, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি, আশ্রয়ণ প্রকল্পের ‘জমি আছে ঘর নেই তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ প্রকল্প এবং গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের নথিপত্র পর্যালোচনা করেন।