একজন সফল মানুষের গল্প
রবিনুর চৌধুরী :: আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা ব্যক্তিগত ও পারিবারিক জীবনে হয়েছেন সফল, পাশাপাশি সমাজকেও করেছেন আলোকিত। এমন সফল ব্যক্তিদের একজনের কথাই আজ আমি বলবো।
আমি একজন সাবেক ছাত্রনেতার কথা বলছি, যার রাজনীতির হাতেকড়ি মাধ্যমিক শিক্ষা জীবনের শুরুর দিকে। দিরাই উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নকালীন ছাত্রদের বিভিন্ন যৌক্তিক দাবী আদায়ে নেতৃত্ব দিয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিক এই মানুষটি ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে এই অঙ্গনে বিচরণ শুরু করে আজ অবধি বিচ্যুৎ হননি। উচ্চ বিদ্যালয়ে থাকাকালীনই ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি তার নেতৃত্বে পরিচালিত হয়েছে। ছাত্র অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখার পাশাপাশি ছাত্রলীগকে সুসংগঠিত করেছেন। বিভিন্ন আন্দোলন সংগ্রাম মিছিলে নেতৃত্ব দিয়েছেন। তিনি আমাদের প্রিয় মুখ। জীবনের যৌবন কাটিয়েছেন জাতির জনকের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে। কখনো আদর্শ থেকে পিছপা হননি। স্কুল জীবন থেকে ছাত্রলীগের অনেক পদ-পদবীতে আদিষ্ট হয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন। তিনি দিরাই উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে দিরাই উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্বও পালন করেন। দিরাই ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দিরাই উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর দিরাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পরে জেলা যুবলীগের অন্যতম সদস্য নির্বাচিত হন। প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের সাহচর্য লাভ করেছেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্য গমন করে সেখানে স্বপরিবারে বসবাস শুরু করেন। তবে তাঁর পথচলা থেমে থাকেনি। সেখানেও রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে মনোনিবেশ করেন। দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সহসাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। হোয়াটস্যাপ ওন বিজনেস এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। গ্রেটার ইউরোপে এসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের বারবার যুগ্ম সম্পাদক ছিলেন তিনি। দিরাই শাল্লা কালচারাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠালগ্নে প্রথম সভা উনার পরিচালনায় হয়েছিল। বর্তমানে লন্ডন শহরে দিরাই শাল্লা আওয়ামী পরিবারকে সংগঠিত করার মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছেন। একসময় সাংবাদিকতায় জড়িয়ে ছিলেন। দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তাই, সবকিছুর পরেও এই মাধ্যম থেকে নিজেকে গুটিয়ে নিতে পারেননি। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মধ্য দিয়ে পাঠকের আস্থা অর্জন করা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কলম শক্তি ডটকম’র প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। বর্তমান যুক্তরাজ্য আওয়ামী লীগ পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন বাস্তবায়নে বিশেষ ভূমিকা পালন করে আসছেন। দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রিয়ভাজন তিনি। প্রিয় এই মানুষটির রাজনৈতিক বর্ণাঢ্য জীবনের এই অর্জনগুলোকে মনের তাগিদে উপস্থাপন করলাম। জীবনে অনেক ত্যাগ স্বীকার করে মামলা হামলা প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে তিনি এপর্যন্ত এসেছেন। মানুষের বিভিন্ন সমস্যায় সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি আমার একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ‘মাসুক আহমেদ সরদার। পৌর সদরের চন্ডিপুর গ্রামের সন্তান। উনার ভবিষ্যৎ জীবন যেনও আর সুন্দর সফলতাময় হয়ে ওঠে সেই কামনা করছি।