সারাদেশ
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি দীপংকর কান্তি দে করোনায় আক্রান্ত

কলম শক্তি ডেস্ক ঃ সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে নমুনা পরীক্ষার ফলাফলে তাঁর রিপোর্ট পজেটিভ আসে। এর আগে তিনি স্বাস্থ্য বিভাগে নমুনা জমা দিয়েছিলেন। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন জানান,জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে’র নমুনার ফলাফল পজেটিভ এসেছে। তিনি এখন সুস্থ আছেন এবং নিজ বাসায় আইসোলেশনে। এদিকে দীপঙ্কর কান্তি দে’র করোনা আক্রান্তের সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দীপঙ্করের আসু রোগমুক্তি ও সুস্থতা কামনা করেছে জেলা ছাত্রলীগ ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।