পাহাড় পুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, ৪০ দোকান ভস্মীভূত

কলম শক্তি ডেস্ক ঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পাহাড় পুুুর বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ৪০ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক ব্যবসায়ির কপাল পুড়েছে। শুক্রবার বিকেল উপজেলার পাহাড়পুর বাজারে ৩টা আগুনের সুত্রপাত ঘটে। স্থানীয়রা নদী থেকে শ্যালো মেশিনের সাহায্যে পানি উত্তোলন করে রাত ৮ টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, বাজারের জাল ব্যবসায়ী বিষ্ণু দাসের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তে কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে আগুন ভয়াবহ রুপ ধারণ করে। প্রায় ৫ ঘন্টা চেষ্টা করে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনলেও এরমধ্যেই ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। কি কারণে এ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয় তা এলাকাবাসী নিশ্চিত করতে পারেননি। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)ও সহকারী ভূমি কমিশনার উত্তম কুমার দাস এবং ওসি তদন্ত আবু হানিফ ঘটনাস্থল পরিদর্শন করেন ৷ এসময় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ( ভূমি) জানান,অগ্নিকান্ডে ভস্মীভূত প্রায় ৪০টি ব্যবসা প্রতিষ্টানসহ প্রায় ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হবে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে ৷