সারাদেশ
দিরাই চন্ডিপুরে পানিতে ডুবে ১৯ মাস বয়সী শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের দিরাই পৌর সদরের চন্ডিপুর গ্রামে এমরান হোসেন নামে ১৯ মাস বয়সী এক শিশুর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটি গ্রামের শিহাব উদ্দিনের পুত্র। জানা যায়, শনিবার সকাল ৯ টার দিকে শিশুটি ঘরের বারান্দায় খেলা করছিল। শিশুটিকে বারান্দায় রেখে তার মা ঘরের ভেতরে যান। কিছুসময় পর ফিরে এসে শিশুটিকে বারান্দায় না পেয়ে খোঁজাখুজি করতে থাকেন। এসময় বসত ঘর সংলগ্ন ডোবার পানি থেকে শিশু এমরানকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পৌর কাউন্সিলর ইদন মিয়া পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।