সারাদেশ
জামালগঞ্জে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে এডভোকেসী সভা

জামালগঞ্জ প্রতিনিধিঃ জামালগঞ্জে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২০ এডভোকেসী সভা অনুষ্টিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বীনা রানী তালুকদার সভাপতিত্বতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব। উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনায় কর্মরত সদস্যরা । সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঈন উদ্দিন আলমগীর। এডভোকেসি সভার আলোচনায় বলা হয়, আগামী ২৬ শে সেপ্টেম্বরে শুরু করে টানা পনের দিন ১ থেকে ৫ বছরের মধ্যে সকল শিশুকে একটি লাল রংঙ্গের ক্যাপসুল ও ৬ মাস থেকে ১ বছরের মধ্যে সকল শিশুকে নীল রংঙ্গের একটি ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন আলোচনা করা হয়।