দিরাই শাল্লা যুব উন্নয়ন পরিষদের বৃক্ষরোপন

নিজস্ব প্রতিবেদক :: বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে “গাছ লাগান আর সবুজে সবুজে রাঙিয়ে দিন আপনার চারপাশ” এই স্লোগানকে সামনে রেখে সামাজিক সংগঠন দিরাই-শাল্লা যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন করা হয়েছে। সোমবার দুপুরে শাল্লা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন অধ্যক্ষ আব্দুস শহীদ ও শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস। এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক বিশ্বনাথ দাস, বিজন কান্তি রায়, প্রভাষক রন্টু কুমার বৈষ্ণব, মহিতোষ সরকার, শহীদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, সঞ্জয় বৈষ্ণব, শাল্লা হোসাইনিয়া মাদ্রাসার সুপার, সাংবাদিক হাবিবুর রহমান হাবিবসহ সংগঠনের সদস্যরা। এরপর শাল্লা সদরের আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ করা হয়। সামাজিক এই সংগঠনের উপদেষ্টা দিরাই সরকারি কলেজের প্রভাষক মিজানুর রহমান পারভেজ বলেন, দিরাই ও শাল্লা দুই উপজেলাতেই বৃক্ষরোপনের এই কর্মসূচি আমরা আরও বেশ কিছুদিন অব্যাহত রাখবো।