সারাদেশ

গলায় আটকে গেল জ্যান্ত কৈ মাছ, অতঃপর…..

কলম শক্তি ডেস্ক ঃ দাঁত দি‌য়ে জ্যান্ত কই মাছ কামড়ে ধ‌রে পানির নিচে আরেকটি মাছ ধর‌তে গিয়ে গলায় ঢুকে পড়ে জ্যান্ত কৈ মাছ। ঘণ্টা ব্যাপী জটিল অস্ত্রোপচার করে সেই মাছ বের করেছেন চিকিৎসকরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কি‌শোরগ‌ঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। জানা গেছে, করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ গ্রামের আবদুল মালেকের ছেলে সফিউদ্দিন সোমবার বাড়ির পাশের বিলে মাছ ধর‌তে যান। পানির নিচ থেকে হাত দি‌য়ে এক‌টি মাঝারি আকারের কৈ মাছ ধরেন। একই সময় পা‌য়ের নিচে এক‌টি মাছ চাপা পড়ে। ওই মাছ‌টি ধরার জন্য কৈ মাছটি দাঁত দি‌য়ে কামড়ে ধ‌রে দু’হাত দি‌য়ে পায়ের তলায় চাপা পড়া মাছ ধরার চেষ্টা করছিলেন স‌ফিউদ্দিন। এ সময় মুখের মাছটি গলায় ঢুকে আট‌কে যায়। যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। মুমূর্ষু অবস্থায় তা‌কে উদ্ধার ক‌রে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রা‌তেই সেখানে অপারেশন হয়। নাক-কান-গলা বিভাগের প্রধান ডা. কামিনী কুমার ত্রিপুরার তত্ত্বাবধানে একদল চিকিৎসক দীর্ঘ দেড় ঘণ্টা প্রচেষ্টার পর গলার একাংশ কেটে কই মাছটি বের করতে সক্ষম হন। রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান ডা. কামিনী কুমার ত্রিপুরা জানান, সফিউদ্দিন বর্তমানে মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত। রাষ্ট্রপতি আবদুল হা‌মিদ মে‌ডি‌কেল ক‌লে‌জের অধ্যক্ষ ডা. মো. নওশাদ খান জানান, এটি এক‌টি জটিল অপারেশন ছিল। গলায় মাছ আট‌কে থাকায় তা‌কে বিকল্প উপা‌য়ে এনস্থে‌সিয়া দি‌তে হ‌য়ে‌ছে। এ ধরনের অপারেশনে জীবনের ঝুঁক‌ি থা‌কে। তবে আমা‌দের চিকিৎসকরা সফলভাবে অপারেশন শেষ করেছেন। তবে রোগী‌কে অবজার‌ভেশ‌নে রাখা হ‌য়ে‌ছে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap