দিরাইয়ে হামলায় ইতালি প্রবাসী আহত
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে চাচাতো ভাইদের হামলায় এক ইতালি প্রবাসী ও তার ছোট ভাই আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত ইতালি প্রবাসী হামিম মিয়া ও তার ছোট ভাই তামিম মিয়া দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় আহতদের বড় ভাই শামীম মিয়া বাদী হয়ে গ্রামের মৃত ছায়েদ মিয়ার পুত্র ফাহিম মিয়া ও নাহিন মিয়ার বিরুদ্ধে দিরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, হামিম মিয়া ইতালিতে থাকাকালীন চাচাতো ভাই ফাহিমদের ৪ কেদার বোরো জমি ক্রয় করেন। জমির মুল্য বাবদ ২ লক্ষ ৩৫ হাজার টাকা পরিশোধও করেন। ওই সময়ে সিদ্ধান্ত হয়, হামিম মিয়া দেশে আসলে জমি রেজিস্ট্রিকরণ সম্পন্ন করা হবে। চলতি বছরের জানুয়ারি মাসে দেশে আসেন হামিম মিয়া এবং করোনা পরিস্থিতিতে অদ্যাবধি দেশেই অবস্থান করছেন। এ সময়টাতে জমি রেজিস্ট্রি সম্পন্নের জন্য ফাহিম মিয়াকে বারবার তাগাদা দিলেও তারা কালক্ষেপণ করছে। এনিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এরই জের ধরে বুধবার দুপুরে নিজ বাড়ির উঠানে প্রবাসী হামিম মিয়াকে হামলা চালিয়ে মারধর করে আহত করে ফাহিম মিয়া ও তার ছোট ভাই মাহিন মিয়া। এ সময় ভাইকে রক্ষায় এগিয়ে এলে প্রবাসীর ভাই তামিম মিয়াকেও মারধর করে তারা। দিরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয় নিশ্চিত করে বলেন, তদন্তক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।