দিরাই নাচনী গ্রামের বকুল হত্যা মামলার ৬ আসামী নারায়ণগঞ্জে গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের নাচনী গ্রামের বকুল হত্যা মামলার এজহারভুক্ত ৬ আসামীকে নারায়নগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ। ২৫ সেপ্টেম্বর ভোররাত সাড়ে ৪ টায় দিরাই থানার সেকেন্ড অফিসার এসআই আজিজ’র নেতৃত্বে ও ফতুল্লা থানা পুলিশের সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নাচনী গ্রামের আরফত মিয়ার দুই পুত্র সইদুল ওরফে ছইদুল মিয়া (২৮) ও ডালিম মিয়া (২৬), ইকরাম মিয়ার পুত্র মইনুল মিয়া (২৭), আরব আলীর পুত্র আলী হোসেন (৪০), মৃত মালদার আলীর দুই পুত্র রেখাত আলী (৫৫) ও সাখাত আলী (৫২)। এরআগে বিগত ১ মে ২০২০ ইং তারিখে গ্রাম্য বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় খুন হন বকুল। ঘটনার পর থেকেই গ্রেফতারকৃতরা নারায়নগঞ্জের ফতুল্লা এলাকায় আত্মগোপন করে ছিল। এসআই আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে বকুল হত্যা মামলার ৬ আসামীকে গ্রেফতার করা হয়েছে।