
স্টাফ রিপোর্টার :: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূ গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামী ছাত্রলীগ নেতা রবিউল ইসলামের গ্রামের বাড়িতে অভিযান চালিয়েছে দিরাই থানা পুলিশ। রবিউল গ্রামের বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বড় নগদীপুর গ্রামে রবিউলের গ্রামের বাড়িতে সাড়াশি অভিযান চালায় পুলিশ। তবে রবিউলকে পাওয়া যায়নি। ওসি আশরাফুল ইসলাম বলেন, এই ন্যক্কারজনক গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের একজন দিরাই থানা এলাকার নগদীপুর গ্রামের রবিউল। বিষয়টি আমলে নিয়ে দিরাই থানা পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে রবিউলের এমন কুকর্মে নিজ ইউনিয়ন জগদলসহ দিরাইয়ের সর্বত্র ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। লোকজন ক্ষোভে ফুঁসে উঠেছেন। তারা রবিউলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন। রবিউলের গ্রামের লোকজন জানান, এই ঘটনা ছাড়াও রবিউলের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে। তার দ্বারা বিভিন্ন সময়েই এলাকার মানুষ নির্যাতনের শিকার হয়েছে। এই অপরাধীর জন্য এলাকাবাসী লজ্জিত। এ সময় তারা রবিউলকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানান। এ সম্পর্কে জগদল ইউনিয়নের চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ বলেন, এই ন্যক্কারজনক খবরটি শোনার পর থেকেই তার গ্রামসহ ইউনিয়নবাসী ক্ষোভে, নিন্দায় ফুঁসে উঠেছেন। তার শাস্তির দাবি করছেন। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করছি। এ ঘটনায় জড়িত যেই হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত।