সারাদেশ
সাবেক সাংসদ নাছির চৌধুরী অসুস্থ

বিশেষ সংবাদদাতা :: বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক এমপি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরী অসুস্থ। গুরুতর অসুস্থ অবস্থায় শুক্রবার তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ছোট ভাই সুনামগঞ্জ জেলার যুবদল নেতা মঈন উদ্দির চৌধুরী মাসুক জানান, হঠাৎ করেই অসুস্থ হয়ে যান নাছির চৌধুরী। তাৎক্ষণিকভাবে তাকে সিলেটে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন স্বজনরা। সাবেক এমপি নাছির চৌধুরীর আশু রোগমুক্তির জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন দিরাই ও শাল্লা উপজেলার বিএনপি’র নেতৃবৃন্দ।