স্বপ্নচূড়া প্রমীলা দলকে হারিয়ে বিজয়ী নান্দাইল প্রমীলা দল

দিরাই প্রতিনিধি ঃ দিরাই স্বপ্নচুড়া এফসি প্রমীলা ফুটবল দল ও ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রমীলা ফুটবল দলের মধ্যকার প্রীতি ম্যাচে স্বপ্নচূড়াকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়েছে নান্দাইল প্রমীলা ফুটবল দল। শনিবার বিকেল ৪টায় দিরাই স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচটি বৃষ্টি উপেক্ষা করে উপভোগ করেন বিপুল দর্শক। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন নান্দাইল উপজেলা প্রমিলা ফুটবল দলের স্ট্রাইকার স্বর্না। খেলায় প্রধান অতিথি হিসেবে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ, ওসি আশরাফুল ইসলাম, আওয়ামিলীগ নেতা আসাদ উল্লা, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, ব্যবসায়ী সফিকুল ইসলাম সফিক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন প্রমুখ।