ধর্ষক রবিউল গ্রেফতার, দিরাইয়ে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক :: সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ মামলার আসামী রবিউল হাসান গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে হবিগঞ্জ জেলা পুলিশ নবীগঞ্জ থেকে রবিউলকে আটক করে। গ্রেপ্তারকৃত রবিউল হাসান (২৫) সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বড়নগদীপুর গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র। ঘটনার পর রবিউলের নিজ এলাকা দিরাইয়ের বিভিন্ন শ্রেণির লোকজন ক্ষোভ প্রকাশ করে তার শাস্তি দাবী জানিয়েছেন। রবিউলের গ্রেফতার খবর জানাজানি হলে স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই।
হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম ধর্ষণ মামলার আসামি রবিউলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। প্রসঙ্গত, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে সিলেট এমসি কলেজের হোস্টেলে এক তরুণীকে গণধর্ষণ করেছে মহানগর ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। অভিযুক্ত এসব কর্মীরা সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক রণজিৎ সরকারের অনুসারী বলে জানা গেছে।