জাতীয়

অস্ত্র মামলায় রিজেন্টের সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড

কলম শক্তি ডেস্ক :: রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে অস্ত্র আইনে করা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে দুপুরে এ রায় ঘোষণা করা হয়। গত ১৫ জুলাই সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তারের পর সাহেদকে সাথে নিয়ে রাজধানীর উত্তরায় অভিযান চালানো হয়। সেসময় উদ্ধার করা হয় অস্ত্র ও বিদেশি মদ। পরে অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা করা হয় উত্তরা পশ্চিম থানায়। ২৭ আগস্ট এই মামলায় অভিযোগ গঠন করা হয় সাহেদের বিরুদ্ধে । গেল ২০ সেপ্টেম্বর শেষ হয় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন। এতে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন আশা করলেও আসামিপক্ষের আইনজীবীর প্রত্যাশা খালাস পাবেন মোহাম্মদ সাহেদ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap