সারাদেশ

জনসেবার লক্ষ্যে পৌর কাউন্সিলর পদে লড়তে চান হরিধন রায়

নিজস্ব প্রতিবেদক :: দিরাই পৌরসভার বর্তমান পরিষদের মেয়াদকাল প্রায় শেষের দিকে। নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি এখনও। তবে এরই মধ্যে পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে নিজেদের প্রার্থীতার আগাম ঘোষণা দিয়েছেন অনেকেই।

এরমধ্যে পৌরসভার ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী হরিধন রায়। কলম শক্তি ডটকমকে এই উদীয়মান যুব নেতা বলেন, তুলনামূলক পিছিয়ে পড়া, অনুন্নত ৩ নং ওয়ার্ডকে একটি আধূনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সবার সহযোগিতা কামনা করে হরিধন রায় আরও বলেন, পৌর সদরের গুরুত্বপূর্ণ স্থানে ওয়ার্ডটির অবস্থান হলেও এখানে নাগরিক সুবিধা যথেষ্ট নেই। আমি বিজয়ী হলে এই ওয়ার্ডের আপামর জনসাধারণের উন্নত নাগরিক সুবিধা নিশ্চিত করার যথাসাধ্য চেষ্টা করবো।

এ ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা তরুণ কান্তি বলেন, হরিধন রায় একজন সৎ ও আদর্শবান মানুষ। কোনও লোভ লালসা তাকে স্পর্শ করতে পারবেনা। জনসেবা আর উন্নয়নের জন্য এই ওয়ার্ডে তার বিকল্প নেই।

উল্লেখ্য, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত দিরাই পৌরসভার গুরুত্বপূর্ণ ৩ নংএই ওয়ার্ড থেকে প্রথম কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন হাবিবুর রহমান কাঁচা মিয়া। এরপর পরপর দুবার কাউন্সিলর নির্বাচিত হন নীবেশ রায়। দ্বিতীয়বার নির্বাচিত হবার বছরখানেক পর মারা যান নীবেশ রায়। তার মৃত্যুর পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন নীবেশ রায়ের স্ত্রী বিউটি রায়।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap