ধর্ষকদের শাস্তির দাবীতে দিরাইয়ে ছাত্র জমিয়তের মানববন্ধন

স্টাফ রিপোর্টার :: সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবী করে সুনামগঞ্জের দিরাইয়ে মানববন্ধন করেছে ছাত্র জমিয়ত। দিরাই হাজী মাহমদ মিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা শাখা ছাত্র জমিয়তের উদ্যোগে সোমবার বিকেলে থানা পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে শাখা সভাপতি মিনহাজ আহমদ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মুস্তাক আহমদের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা শায়খ মাহবুবুল হক চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক শরিফপুরী, পৌর জমিয়তের সভাপতি হাফিজ লোকমান আহমদ, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা মোহাম্মদ মিয়া, সাধারণ সম্পাদক জিয়াউল করীম, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম সায়েম আহমদ, উপজেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি জাবির হোসাইন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আস’আদ আহমদ তালুকদার, সহ-সাধারণ সম্পাদক আইয়ুব খান। এমসি কলেজের শিক্ষার্থী মিশুক আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা মুখতার হোসেন চৌধুরী। বিশেষ বক্তার বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরী। গৃহবধূ ধর্ষণে অভিযুক্তদের কুলাঙ্গার অভিহিত করে এদের সর্বোচ্চ শাস্তি দাবী করে বক্তারা।