ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানালো দিরাই ছাত্রদল

নিজস্ব প্রতিনিধি :: এমসি কলেজে ছাত্রলীগ নেতাদের দ্বারা গৃহবধূ ও খাগড়াছড়িতে প্রতিবন্ধী নারী গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে সুনামগঞ্জের দিরাইয়ে মানববন্ধন করেছে ছাত্রদল। দিরাই উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে মঙ্গলবার বিকেল ৫ টায় পৌর সদরের থানা পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শাহআলমের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুনায়েদ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী আহমদ মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক আবু সাঈদ চৌধুরী, বিএনপি নিতা অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সজীব রশীদ চৌধুরী, যুবদল নেতা আল মরিয়াদ তনয়, ছাত্রদল নেতা মেহেদী হাসান চৌধুরী, নুর আহমদ,এসএম সায়েম, এসআর সোহাগ, জাহেদ মিয়া, জাকির হোসেন প্রমুখ।