৬৭ গ্রামে বিদ্যুতায়নের মধ্য দিয়ে শাল্লায় শতভাগ বিদ্যুৎ

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টায় শাল্লা উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলার ৪ টি ইউনিয়নের ৬৭ টি গ্রামে একযোগে বিদ্যুতায়নের মধ্য দিয়ে শাল্লাকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা ঘোষণা করেন এলাকার সাংসদ ড. জয়া সেনগুপ্তা।
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে বিদ্যুতায়নের উদ্বোধনপুর্ব আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেনের সভাপতিত্বে ও বিশ্বজিৎ চৌধুরী নান্টু এবং অজয় তালুকদারের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. জয়া সেনগুপ্তা এমপি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ড. জয়া সেনগুপ্তা এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার অঙ্গীকার দিরাইয়ের পর আজ শাল্লায় বাস্তবায়িত হলো। মুজিব বর্ষে শাল্লাবাসীর জন্য এটি প্রধানমন্ত্রীর উপহার। আজ শতভাগ বিদ্যুতায়নের মধ্য দিয়ে হাওরপাড়ের জনপদটি আরেকধাপ এগিয়ে গেল।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লা আল মাহমুদ, শাল্লা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওলিউর রহমান, দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, শাল্লা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু লেইছ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাশ, নারী ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাস, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানাজার অখিল কুমার সাহা, ওসি নাজমুল হক, ইউপি চেয়ারম্যানবৃন্দ। উল্লেখ্য, ৩৬ কোটি ৩৬ লক্ষ ৮২ হাজার ৫০০ টাকা ব্যয়ে ৬৭ টি গ্রামে ১৪৫ কিলোমিটার বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়।