জাতীয়

ছদ্মবেশ নিয়েও শেষরক্ষা হলোনা ধর্ষণকারী তারেকের

স্টাফ রিপোর্টার :: গ্রেফতার এড়াতে দাঁড়ি চুল কেটে ছদ্মবেশ ধারণ করেছিলেন সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ মামলার অন্যতম আসামি তারেকুল ইসলাম তারেক। তবে শেষরক্ষা হয়নি। অবশেষে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের গরমা গ্রামের আলী হোসেনের বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর এএসপি আব্দুলাহ ও এসআই কাজল চন্দ্র দেবের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৯ এর কমান্ডার লেফটেন্যান্ট ফয়সাল তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে গৃহবধূ গণধর্ষণের সব আসামি গ্রেপ্তার হলো। ধর্ষক তারেকের বাড়ি দক্ষিণ সুনামগঞ্জের লাউগাং গ্রামে। উল্লেখ্য, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে আটটা থেকে সাড়ে আটটার দিকে ধর্ষণের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে মোট নয়জনের বিরুদ্ধে ওই তরুণীর স্বামী শাহপরান থানায় মামলা করেন। যে ছয়জনের নাম তিনি উল্লেখ করেছেন, তারা সবাই ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap