বাউল সাধক দূর্বিন শাহ’র মাজার পরিদর্শনে ইউএনও

ছাতক প্রতিনিধি ঃ বাউল সাধক দুর্বিন শাহের মাজার পরিদর্শন করেছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির। শুক্রবার দূর্বিন টিলায় অবস্থিত এ মরমি সাধকের মাজার জিয়ারতসহ বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। পরিদর্শনকালে সাথে ছিলেন বিখ্যাত লোকগবেষক সৈয়দা আঁখি হক, দিরাই প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, ছাতক উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অজিত কুমার, সঙ্গীত উস্তাদ টিটন চন্দ্র, দুলাল মিয়া প্রমুখ। এসময় পরিদর্শক দলের কাছে সাধক দূর্বিন শাহ’র জীবন দর্শন নিয়ে স্মৃতিচারণ করেন বাউল পুত্র শাহ আলম শরীফ। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির জানান, আগামী বছরের নভেম্বরে বাউল সাধক দূর্বিন শাহ’র জন্মশতবর্ষ পালন করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এবং উনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি ওরস মোবারক সফল করার জন্য কাজ করা হচ্ছে।