প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা, দোয়া, বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক :: বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রমিজ বিপনীস্থ সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট।

ছাত্রলীগ নেতা তানভীর আহমদ সোহান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল হুদা মুকুট বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে উন্নয়নের সোপান ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সারাদেশে মানুষের পাশে থেকে মানুষের পক্ষে রাজনীতি করছে। শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন বাংলার মানুষ ততদিন উনয়নের ছোঁয়া পাবে। বক্তব্যে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন নুরুল হুদা মুকুট।
আলোচনা সভা শেষে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় জেলা ছাত্রলীগের পক্ষ থেকে গরীব ও দরিদ্রদের মধ্যে খাবার বিতরন করেন নুরুল হুদা মুকুট।
উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি লিখন আহমদ, সৈয়দ আপন, কাওসার আহমেদ, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ, মাহমুদুল হাসান তারেক, ফয়সল আহমদ, জেলা ছাত্রলীগ নেতা অরিন্দম মৈত্র অমিয়, কাওসার আহমদ, জাকেরীন আলম চমক, হিমেল হোসাইন, আজমল হোসেন রনি, মাহবুব মুন্না, জাহিদুল ইসলাম চপল, শামসুল আবেদীন রাজন, দোলন দে, হিমেল তালুকদার, মাহিন তালুকদার, সাফায়াত জামিল, প্রভাস পাল, আজহারুল ইসলাম টিপু, হুজাইফা হুদা, জোতির্ময় বনিক দীপ্ত, মাজিদুর মুন্না, তানিম আহমেদ, সাজুর মনি রুবেল, রাজন দাস, টিপু রহমান, মাহবুব আলম সোহাগ, তায়েফ, সুহানুর রহমান বিজয়, তুষার আফনান, রনি নাগ, রাশিদুল হাসান ইফতি, রিদম, তানভীর, হৃদয়, অপূর্ব, রিয়াদ, জুয়েল, হুমায়ুন, রুহান, সরকারী কলেজ ছাত্রলীগ নেতা রিমন আহমদ, অমিত, আকাশ, রোখন, হিমেল, পৌর ছাত্রলীগ নেতা শিহাব আহমেদ, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা ইমন, জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহবুব, ইয়াছিন, বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রলীগ নেতা সোহেল রানা, আবু সুফিয়ান, রবিউল রেজা, দিরাই উপজেলা ছাত্রলীগ নেতা সোহেল মিয়া, মির্জা ইসলাম, রবিনুর চৌধুরী, তোফায়েল আহমেদ, রানা মিয়া, কাঠইর ইউনিয়ন সভাপতি জামিল আহমেদ, লক্ষনশ্রী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রুয়েল মিয়াসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিকেলে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সুনামগঞ্জে ৭৪ টি ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন করা হয়।