সারাদেশ
ধর্ষণকারীদের শাস্তির দাবীতে সুনামগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জ সংবাদাতা :: এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের ট্রাফিক পয়েন্টে দিরাই শাল্লা ছাত্রকল্যাণ পরিষদ, সুনামগঞ্জ সরকারি কজেল ও সুনামগঞ্জ ছাত্র আন্দোলনের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে দিরাই-শাল্লা ছাত্রকল্যাণ পরিষদ এর সভাপতি এস এম হোসাইন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দিরাই শাল্লা ছাত্রকল্যাণ পরিষদের সহসভাপতি সালমান আহমেদ, সিনিয়র সদস্য নাছিম চৌধুরী, ছাত্রনেতা দীপাল ভট্টাচার্য, তাহিরপুর ছাত্র কল্যাণ পরিষদ সুনামগঞ্জ সরকারি কলেজের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, দোয়ারা বাজার স্টুডেন্টস এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদসহ ছাত্রনেতা ও সাধারণ ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।