জাতীয়সারাদেশ

দিরাই পৌর ভবন উদ্বোধন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :: দীর্ঘ দু’দশক পর নিজস্ব ঠিকানায় ফিরেছে দিরাই পৌরসভা। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পৌরসদরের ধলরোড সংলগ্ন দোওজ এলাকায় নবনির্মিত তিনতলা বিশিষ্ট পৌর ভবন উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। এরআগে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত দিরাই পৌরসভা দীর্ঘ ২১ বছর একটি বাড়া বাড়িতে থেকে কার্যক্রম চালিয়ে আসছিল। উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌর মেয়র মোশাররফ মিয়ায় সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা সায়েল আহমদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, বিআরডিবি চেয়ারম্যান মতিউর রহমান, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, মফিজুল ইসলাম জুয়েল প্রমুখ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap