দিরাইয়ে আর.জে জিমমেনিয়া উদ্বোধন

দিরাই প্রতিনিধি :: দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেন, তখনই একজন মানুষকে ফিট বলা হয়, যখন সে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকে। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি ব্যায়াম ও মনের খোরাকের জন্য বিনোদনের দিকেই নজর দিতে হয়। তরুণ, যুবকদের শরীরচর্চায় এগিয়ে আসতে আহবান জানান এমপি। বৃহস্পতিবার সন্ধ্যায় দিরাই জালাল সিটি সেন্টারের আন্ডারগ্রাউন্ড ফ্লোরে আর.জে জিমমেনিয়া উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি। আর.জে জিমমেনিয়া’র পরিচালক রাজীব রায়ের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, আওয়ামীলীগ নেতা আসাদ উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিকাশ রায়, মহাজন সমিতির সভাপতি কামাল উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, যুবলীগ নেতা লালন মিয়া, দেবাশীষ রায় রিংকু, সাংবাদিক জিয়াউর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, মোশাহিদ আহমদ, মহাজন সমিতির কোষাধ্যক্ষ কামনাশীষ রায় লিটন, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আহমদ, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, প্রভাষক মিজানুর রহমান পারভেজ, যুবলীগ নেতা বেলাল মিয়া, বিশ্বজিৎ রায় মিটু, কোহিনুর মিয়া, সোয়েব আহমদ, বাপ্পী হাসান, রাহিনুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রহমান, ছাত্রলীগ নেতা সোহেল মিয়া, আফজাল আহমদ, জাহাঙ্গীর আলম মোহন, সৌরভ চৌধুরী, মির্জা ইসলাম, কলেজ ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সজীব নুর, যুগ্ম আহবায়ক রায়হান মিয়া প্রমুখ। পরিশেষে শরীরচর্চা কেন্দ্র ঘুরে দেখেন এমপি ড. জয়া সেনগুপ্তা।