সারাদেশ

দিরাইয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন ও উপকারভোগীদের সহায়তা প্রদান

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন ও উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার রাজানগর ইউনিয়নের চকবাজার ও ধাপখাই গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় “জমি আছে ঘর নাই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ” প্রকল্পে নির্মিত এসব ঘর পরিদর্শন ও উপকারভোগীদের হাতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তুলে দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এসময় তিনি চকবাজার গ্রামের উপকারভোগী জনাব চম্পা বেগম ও তার স্বামী মোঃ হানীফ উল্লাহ’র সাথে কথা বলেন। তারা উভয়েই শারীরিকভাবে প্রতিবন্ধী। ভিক্ষাবৃত্তি করেন জীবন নির্বাহ করেন বলে জানান। জেলা প্রশাসক তাদের ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেয়ার জন্য দিরাই উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ প্রদান করেন। এরপর জেলা প্রশাসক একই ইউনিয়নের ধাপখাই গ্রামে শারীরিক প্রতিবন্ধী নওয়াব আলী এবং আব্দুল কাইয়ুম এর বাড়ী পরিদর্শন করেন। এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার খাদ্যসামগ্রী তাদের হাতে তুলে দেন। পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, দিরাই উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, সিনিয়র সহকারী কমিশনার মোঃ আরিফুল ইসলাম, দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিয়া সুলতানা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap