দিরাইয়ে অনলাইন নিউজ পোর্টাল জাগো ভাটি’র উদ্বোধন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাইয়ে অনলাইন নিউজ পোর্টাল জাগোভাটির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ৩ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কেক কেটে নিউজ পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এলাকার সাংসদ ড. জয়া সেনগুপ্তা। নিউজ পোর্টালের সম্পাদক প্রশান্ত সাগর দাসের সভাপতিত্বে ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনের সঞ্চালনায় উদ্বোধনপুর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ড. জয়া সেনগুপ্তা এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিরাই সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার দাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, উপজেলা আওয়ামীলীগ নেতা আসাদ উল্লা, মহাজন সমিতির সভাপতি কামাল উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, প্রভাষক দেবাশীষ রায় রিংকু, মোস্তাহার মিয়া মোস্তাক, মিজানুর রহমান পারভেজ শিক্ষক সমীর দাস, মহাজন সমিতির কোষাধ্যক্ষ কামনাশীষ রায় লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক রাহাত মিয়া রাহাত, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, অনলাইন নিউজ পোর্টাল কলম শক্তি সম্পাদক মোশাহিদ আহমদ, জনতার কন্ঠ সম্পাদক জাকারিয়া হোসেন জোসেফ, সত্যপ্রবাহ ডটকম সম্পাদক রুকনুজ্জামান জহুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, পোর্টালের নির্বাহী সম্পাদক আশরাফ আহমেদ।