সারাদেশ
ছাতকে বজ্রপাতে নিহত ১

ছাতক প্রতিনিধি : ছাতকে বজ্রপাতে একজনের মৃত্যু ঘটেছে। শুক্রবার সকালে বজ্রপাতে মারা যান আছলম আলী (৫০)। তিনি নোয়ারাই ইউনিয়নের রাজারগাও-বটটিলা গ্রামের মৃত মনফর আলীর পুত্র। সকালে পাশের মৌলা গ্রামের মাঠে নিজের মহিষের জন্য ঘাস আনতে যান আছলম আলী। এসময় বজ্রপাতের কবলে পড়ে মাঠেই মৃত্যুবরণ করেন তিনি। ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা বিষয়টি নিশ্চিত করেছেন।