সারাদেশ
দিরাই চরনারচর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন চৌধুরী আর নেই

দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা চিত্তরঞ্জন রায় চৌধুরী (৮৫) আর নেই। শুক্রবার বেলা পৌনে ৫টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন থেকেই বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন চিত্তরঞ্জন চৌধুরী। শুক্রবার বিকেলে তার শারীরিক অবস্থা অবনতি হলে চিকিৎসার উদ্দেশ্যে এম্বুলেন্সযোগে সিলেটের পথে রওয়ানা করেন স্বজনরা। পথিমধ্যে মিলনবাজার এলাকায় এম্বুলেন্সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাত ১০ টার দিকে নিজ গ্রামে চিত্তরঞ্জন চৌধুরীর দাহ কাজ সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে ৩ ছেলে ১ মেয়েসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন শোক জানিয়েছেন।