স্বাস্থ্য

ডায়াবেটিস রোগীর চিনাবাদাম খাওয়ার উপকারিতা

কলম শক্তি ডেস্ক :: ডায়াবেটিস রোগীদের সুস্থ থাকতে শরীরচর্চা থেকে শুরু করে খাবারের প্রতি মনোযোগ দিতে হবে। বেশ কিছু খাবার রয়েছে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। তার মধ্যে একটি খাবার হচ্ছে চীনাবাদাম। তবে অনেকে মনে করেন বাদাম ওজন বাড়ায়। এ তথ্য সঠিক নয়। এ বিষয়ে মেডিসিন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ কনসালট্যান্ট (সিটিস্কিন সেন্টার, শান্তিনগর, ঢাকা) ডা. ফাহিম আহমেদ রুপম বলেন, ডায়াবেটিস রোগীর কোনো কিছু খাওয়ার আগেই ভাবা উচিত রক্তে শর্করার মাত্রার ওপর তার প্রভাব কেমন হবে। ডায়াবেটিস রোগীরা চিনাবাদাম খেতে পারেন। ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল এবং প্রদাহের ঝুঁকি কমাতেও বাদাম উপকারী। তিনি বলেন, অনেকে মনে করেন বাদাম খেলে কোলেস্টেরল ও ওজন বেড়ে যায়। তবে এ ধারণা সঠিক নয়। তবে অতিরিক্ত বাদাম খাওয়া যাবে না। খেতে হবে পরিমাণমতো। বাদামের পুষ্টিগুণ সব ধরনের বাদামেই রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট’, ভোজ্য আঁশ, আমিষ, ম্যাগনেশিয়াম, ফসফরাস ও ক্যালসিয়াম। তাই ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চরক্তচাপ, কোলেস্টেরল এবং প্রদাহের ঝুঁকি কমাতেও বাদাম উপকারী। ডায়াবেটিস রোগীর জন্য উপকারী দিক চীনাবাদামের ‘গ্লাইসেমিক ইনডেক্স’-এর (জিআই) মান কম। তাই চীনাবাদাম খাওয়ার কারণে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বেড়ে যায় না। আমিষ ও ভোজ্য আঁশের উৎকৃষ্ট উৎস চীনাবাদাম, যা ওজন নিয়ন্ত্রণে করে। তাই একজন সুস্থ ব্যক্তি যদি নিয়মিত পরিমাণমতো বাদাম খান, তবে তার ডায়াবেটিসের ঝুঁকি কমাবে। বিশেষজ্ঞরা দাবি করেন, সকালে বাদাম খাওয়ার অভ্যাস রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক। বাদাম বিভিন্ন খাবারের সঙ্গে মিশিয়ে বাদাম খেতে পারেন। এ ছাড়া সালাদের সঙ্গে মিশিয়ে ও ‘পিনাট বাটার’ খেতে পারেন। প্রতিদিন একমুঠো পরিমাণ বাদাম খাওয়া সবচেয়ে ভালো। কাঁচা ও ভাজা চীনাবাদাম খেতে পারেন।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap