সিলেট এমসি কলেজে দলবদ্ধ ধর্ষণের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিরাইয়ে মানববন্ধন
বিশেষ সংবাদদাতা :: সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে সংগঠিত গণধর্ষণের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জের দিরাইয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে দিরাই উপজেলার সচেতন নাগরিক সমাজের আয়োজনে দিরাই থানা পয়েন্টে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মিজানুর রহমান মিজান, জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নুর উদ্দিন আহমদ, শিক্ষক নুরুল আজিজ চৌধুরী, প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, মিজানুর রহমান পারভেজ, দিরাই উপজেলা সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব মোহাম্মদ মাইদুল ইসলাম সোহাগ, মোহাম্মদ মশিউর রহমান, মো. তাজ উদ্দিন, মো.মোস্তাকুর রহমান, মাওলানা নোমান, মো.মোশাহিদ মিয়া, সুজাউল হক, জহির রহমান, মোনায়েম খান, সালমান মিয়া, মো.মনির সরকার, মো. আলীনুর মিয়া, মো.শাহাদাত হোসাইন, মো.জুহান, মো.শাহিন মিয়া, মো.জুসেফ মিয়া, মো.সাব্বির, মো.রিফাত মিয়া, মো জসিম মিয়া, আশিক আলী, রুহুল আমিন প্রমুখ।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে সংগঠিত গণধর্ষণের সাথে জড়িতদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যাতে আর কেউ ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর আগে ভয়ে শিউরে ওঠে। আর কোন নারী যাতে ধর্ষণের শিকার না হয়। বক্তারা আরো বলেন, আমাদের সকল অভিবাকদেরও সচেতন হতে হবে, আমাদের ছেলেরা কি করে সেই দিকে লক্ষ্য রাখতে হবে।