জাতীয়
দিরাইয়ে ২৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর বাজারের ২৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। শনিবার (৩ অক্টোবর) সকাল থেকে বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত এর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এসময় দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিয়া সুলতানা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ইউএনও মো. সফি উল্লাহ জানান, শ্যামারচর বাজারে সরকারি ভূমিতে দোকানপাট দিয়ে বছরের পর বছর ভূমি বেদখল করে রেখেছিল দখলদাররা। সুনামগঞ্জ জেলা প্রশাসনের উচ্ছেদ মামলার অন্তর্ভুক্ত এমন ২৫ টি অবৈধ দোকান আজ (শনিবার) উচ্ছেদ করে সরকারি বেদখলকৃত ৮ শতক ২৩ অযুতাংশ ভূমি উদ্ধার করা হয়েছে।