চাল নিয়ে অনিয়ম সহ্য করা হবে না – খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের ‘ইউএনও’
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে কোন ধরনের অনিয়ম হলে সহ্য করা হবে না। সরকারের এই উদ্যোগে যাতে দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণ হয়, কার্ডধারীরা যেন চাল পায় সেটি ডিলারদের নিশ্চিত করতে হবে।
সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের নিয়ে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, এসআই গোলাম মুর্শেদ ফাত্তাহ, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, ডিলার পাখি চৌধুরী, ইসমাইল খান, শামীম চৌধুরী, জাহেদ চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, উপজেলায় ১৮ জন ডিলারের মাধ্যমে ৮ হাজার ২০০ পরিবারে ১০ টাকা কেজি দরে প্রতিমাসে ৩০ কেজি চাল বিতরণ করা হচ্ছে।