সুনামগঞ্জের ধর্মপাশা সীমান্তে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার
কলম শক্তি ডেস্ক :: সুনামগঞ্জের ধর্শপাশা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার করেছে বিজিবি। সোমবার রাতে উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাংগালভিটা টিলার নিচ থেকে এ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বাংগালভিটা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ফিরোজ মিয়া এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল ধর্মপাশা উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাংগালভিটা নামক স্থানের টিলার নীচ থেকে পরিত্যাক্ত অবস্থায় ২টি পুরাতন আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার করে। এ সময় অবশ্য কাউকে পাওয়া যায়নি। সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম জানিয়েছেন, উদ্ধারকৃত পিস্তল ২টি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মধ্যনগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।