সারাদেশ

ঘুর্ণিঝড় : খোলা আকাশের নিচে ২১ পরিবার

নিজস্ব প্রতিবেদক :: গত রোববার মধ্যরাতে সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের রামজীবনপুর ও সাদিরপুরে আচমকা ঘুর্নিঝড়ের হানায় অন্তত: ২১ নিজেদের মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন। এসব পরিবার এখন খোলা আকাশের নীচে মানববেতর জীবন যাপন করছে। স্থানীয়রা জানান, ঘুর্ণিঝড়ে রামজীবনপুরের ৭ টি ও সাদিরপুরের ১৪ টি পরিবারের বসত ঘর সম্পুর্ন ক্ষতিগ্রস্ত হয়। দুদিন যাবত গৃহহারা এই পরিবারগুলো খোলা আকাশের নীচে বাস করছে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান রেজুয়ান খান জানান,‘ আমি ঢাকায় ছিলাম, আজ আসছি। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সাথে মোবাইলে কথা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনকে নিয়ে দিরাই উপজেলা নির্বাহী কর্তাকর্তার মাধ্যমে প্রত্যেকের নামে সরকারি সহযোগিতার আবেদন করা হয়েছে।’ গৃহহীন ছাদিরপুর গ্রামের সাজিদুল মিয়া,নজরুল মিয়া,ছোয়াব আলী,লায়েছ নুর ও রাম জীবন পুর গ্রামের ধনা ,পরিমল দাসসহ অনেকেই জানান, আমরা খেটে খাওয়া মানুষ। রাত্রে ঘূর্ণিঝড় এসে আমাদের সব কিছু উড়িয়ে নিয়ে গেছে। একমাত্র সম্বল আমাদের বসত ঘরটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছি। মঙ্গলবার আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের সবাই ইউএনও স্যারের মাধ্যমে সরকারি সহযোগিতার আবেদন করেছি। আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে আছি। আমরা সরকারের সহযোগিতা কামনা করছি। এ ব্যপারে দিরাই উপজেলা কর্মকর্তা মো. সফি উল্লাহ বলেন, গত রবিবার সাদিরপুর ও রামজীবনপুর গ্রামে ঘূর্ণিঝড়ে অনেকটি বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে, বিষয়টি দুঃখজনক। দুর্যোগ আবহাওয়ার কারণে যেতে পারনি ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আবেদনের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap