আন্তর্জাতিক

দিরাইয়ের কৃতি সন্তান দবিরুল চৌধুরী বৃটেনে ওবিই পদকে ভূষিত

কলম শক্তি ডেস্ক :: ব্রিটেনে বসবাসরত এক শতবর্ষী বাঙালি দবিরুল ইসলাম চৌধুরী। সারাবিশ্বে যখন করোনা মহামারী চলছে, তখন তিনি রোজার মাসে পায়ে হেঁটে করোনাভাইরাস তহবিলের জন্য প্রায় সাড়ে চার লক্ষ পাউন্ড চাঁদা তুলেছেন। এবার তাকে রানির সম্মানে ভূষিত করা হয়েছে। দবিরুল ইসলাম চৌধুরী তার বাড়ির পেছনের ৮০ মিটার বাগানে পায়ে হেঁটে মোট ৯৭০ বার চক্কর দিয়েছেন। পূর্ব লন্ডনের বো এলাকার বাসিন্দা দবিরুল ইসলাম চৌধুরীকে ‘অর্ডার অফ দ্যা ব্রিটিশ এম্পায়ার’ (ওবিই) পদক দেয়া হয়েছে। পদক পেয়ে তিনি এক প্রতিক্রিয়ায় জানান, ‘এই দুর্লভ সম্মান পেয়ে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করছি। আমার অন্তরের অন্ত:স্থল থেকে সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।’ রানি এলিজাবেথের জন্মদিন উপলক্ষে ব্রিটেনের সমাজ-জীবনে যারা বিশেষ ভূমিকা রাখেন প্রতিবছর তাদের সম্মান জানানোর রীতি রয়েছে। চলতি বছর জুন মাসে এই সম্মাননা ঘোষণার পরিকল্পনা থাকলেও করোনাভাইরাস মহামারির সময় স্বাস্থ্য বিভাগের কর্মী, অর্থদাতা এবং স্বেচ্ছাসেবকদের এই তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য তা স্থগিত করা হয়।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap