সারাদেশ
বঙ্গবন্ধু ছাত্র একতা পরিষদের সভাপতি মোক্তাদির, সম্পাদক নোমান

নিজস্ব প্রতিনিধি :: মুজিব বর্ষে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের প্রত্যয় নিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে ‘বঙ্গবন্ধু ছাত্র একতা পরিষদ’র কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার সুনামগঞ্জ জেলা কমিটি নবগঠিত দিরাই উপজেলা কমিটির অনুমোদন দেয়। কমিটিতে সভাপতি মোক্তাদির আহমেদ, সাধারণ সম্পাদক নোমান আহমেদ ও সাংগঠনিক সম্পাদক পদে শাহরিয়া সুজনকে মনোনীত করা হয়েছে। কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন, রাকিবুল বেগ, সায়মন, আদনান, নাঈম, দবীর, ফারহান, হুসাইন, প্রলয় প্রমুখ। আজ শনিবার দুপুর ১২ টায় দিরাই উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জ্ঞাপন ও কমিটির কার্যক্রমের সূচনা করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।